Header Ads

LightBlog

স্বচ্ছ ভারত অভিযানে ব্যস্ত বজরঙ্গি ভাইজান

বেকসুর খালাস পাওয়ার পর কি এবার ইমেজ মেরামতের চেষ্টা করছেন বজরঙ্গি ভাইজান? স্বচ্ছতা অভিযান, বস্তি উন্নয়নসহ একাধিক সেবামূলক কাজে তিনি এখন দারুণ ব্যস্ত। এমনকি নিজের ৫০তম জন্মদিনের পার্টিতেও কোনও আড়ম্বর চাইছেন না চুলবুল পাণ্ডে।
গত ১ নভেম্বর থেকে সালমান খান একেবারে নিজস্ব কায়দায় শুরু করেছিলেন তাঁর স্বচ্ছ ভারত অভিযান। তাঁর ভক্তদের কাছে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ভক্তদের তিনি বলেন, আপনারা স্বচ্ছতা অভিযানের ছবি ও ভিডিও পাঠান, আমি সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করব। ছবি পাঠালে সালমানের চ্যারিটেবল ট্রাস্ট থেকে রিটার্ন গিফ্টও মিলবে বলে প্রতিশ্রুতি দেন এই অভিনেতা। জাদুমন্ত্রের মতো কাজ করে বলিউডের মেগাস্টারের এই টোটকা। পাড়ায় স্বচ্ছতা অভিযান চালিয়ে পরপর ছবি পাঠাতে শুরু করেন ভক্তরা।
বম্বে হাইকোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ার পর এই উদ্যোগকে আলাদা মাত্রা দিতে চান চুলবুল পাণ্ডে। ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনটা শুধুমাত্র পরিবার আর ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবকে নিয়ে ছোট খুব ছোট আকারে পালন করবেন বলে ঠিক করেছেন। তবে, ওই দিন থেকেই তিনি শুরু করছেন অন্য এক উদ্যোগ। সোশ্যাল মিডিয়া থেকে ৫০০'রও বেশি ভলান্টিয়ার নিয়ে তিনি স্বচ্ছতার অভিযানে নামবেন, যাঁরা নায়কের সঙ্গে স্বচ্ছ ভারত অভিযানের ডি-ফ্যাক্টো ম্যাসকট হিসেবে কাজ করবে।
আদালতের মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই মুম্বাইয়ের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বজরঙ্গি ভাইজান। ৫০০ শিশুর পড়াশুনার যাবতীয় খরচ চালান তিনি। সামনের বছর এই সংখ্যাটা তিন গুণ বাড়ছে। এ ছাড়াও মহারাষ্ট্র প্রবোধন সেবা মণ্ডলের অ্যারিথমেটিক প্রকল্পেও সহযোগী সালমান খানের ট্রাস্ট। উপজাতির এলাকার ৫-১২ বছর বয়সি প্রায় ৪,০০০ শিশুকে এই প্রকল্পের আওতায় অঙ্ক শেখানো হয়।
সামনের বছর মুম্বাইয়ের বস্তি উন্নয়নেও অগ্রণী ভূমিকা নেওয়ার পরিকল্পনা রয়েছে সালমান ও তাঁর বাবা সেলিম খানের। বস্তি পুনর্বাসন প্রকল্পে ১ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বস্তি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি, বস্তির শিশু, পথশিশু, অনাথ শিশুদের বই, ওষুধপত্র অন্যান্য চাহিদা মেটানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই প্রকল্পে। সূত্র: এই সময়

No comments