নিজের ক্লাবে ইব্রাহিমোভিচকে চান বেকহাম
একটি নতুন মেজর লিগ সকার ক্লাবের স্বপ্ন বুনেছেন ডেভিড বেকহাম। মিয়ামি কেন্দ্রিক দলটির জন্য নতুন এক স্টেডিয়ামের জায়গাও পেয়ে গেছেন। এরপর নতুন দলটা শুরু করতে পারলে তখন নিজের দলে জাতান ইব্রাহিমোভিচকে চান বেকহাম।
সুইডেনের একটি সংবাদপত্রকে বেকহাম বলেছেন, প্যারিস সেন্ত জার্মেইয়ের সুইডিশ স্ট্রাইকারের ব্যাপারে তার আগ্রহ আছে। "ইব্রাহিমোভিচ তখনো খেললে তাকে চোখ বুজে কিনে নিতে চাই।" বেকহাম বলেছেন, "শারীরিক দিক দিয়ে দারুণ সক্ষম সে। তাই সেটা সম্ভব। জেতার জন্য খুন করতে তৈরি এমন মানুষকে কে নিতে চাইবে না বলুন?"
বেকহাম ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন পিএসজিতে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সেখানে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ইব্রাহিমোভিচকে। অনেক বছরের চেষ্টার পর মিয়ামিতে স্টেডিয়াম করার জায়গা পেয়েছেন বেকহাম। আর তিনি বলেছেন 'তিন বা দুই বছরে' স্টেডিয়াম তৈরি হয়ে যাবে।
এখন ৩৪ বছর বয়স ইব্রাহিমোভিচের। বেকহামের দল গঠনের সময় বয়স আরো বাড়বে। শেষের দিকে চলে যাবেন। তখনো ইব্রাহিমোভিচকে চাইবেন বেকহাম। তিনি বলেছেন, "বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ের সাথে বা বিপক্ষে খেলেছি। কিন্তু অনুশীলন ও খেলায় সমান সিরিয়াস এমন কাউকে দেখিনি। আমি যখন প্যারিসে গেলাম তখন জানতাম সে অতুলনীয় এক প্রতিভা। কিন্তু আমার ধারণা ছিল না যে সবসময় সে এমন কঠোর ও ক্ষমাহীন থাকতে পারে। দারুণ আত্মবিশ্বাসের একজন মানুষ সে। আমি তার বড় অনুরাগীদের একজন।"
সুইডেনের একটি সংবাদপত্রকে বেকহাম বলেছেন, প্যারিস সেন্ত জার্মেইয়ের সুইডিশ স্ট্রাইকারের ব্যাপারে তার আগ্রহ আছে। "ইব্রাহিমোভিচ তখনো খেললে তাকে চোখ বুজে কিনে নিতে চাই।" বেকহাম বলেছেন, "শারীরিক দিক দিয়ে দারুণ সক্ষম সে। তাই সেটা সম্ভব। জেতার জন্য খুন করতে তৈরি এমন মানুষকে কে নিতে চাইবে না বলুন?"
বেকহাম ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন পিএসজিতে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সেখানে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ইব্রাহিমোভিচকে। অনেক বছরের চেষ্টার পর মিয়ামিতে স্টেডিয়াম করার জায়গা পেয়েছেন বেকহাম। আর তিনি বলেছেন 'তিন বা দুই বছরে' স্টেডিয়াম তৈরি হয়ে যাবে।
এখন ৩৪ বছর বয়স ইব্রাহিমোভিচের। বেকহামের দল গঠনের সময় বয়স আরো বাড়বে। শেষের দিকে চলে যাবেন। তখনো ইব্রাহিমোভিচকে চাইবেন বেকহাম। তিনি বলেছেন, "বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ের সাথে বা বিপক্ষে খেলেছি। কিন্তু অনুশীলন ও খেলায় সমান সিরিয়াস এমন কাউকে দেখিনি। আমি যখন প্যারিসে গেলাম তখন জানতাম সে অতুলনীয় এক প্রতিভা। কিন্তু আমার ধারণা ছিল না যে সবসময় সে এমন কঠোর ও ক্ষমাহীন থাকতে পারে। দারুণ আত্মবিশ্বাসের একজন মানুষ সে। আমি তার বড় অনুরাগীদের একজন।"
Post a Comment