Header Ads

LightBlog

গার্দিওলাকে পেতে ম্যানসিটির মুখোমুখি চেলসি

শুধু টাকায় হচ্ছে না। এর সাথে যোগ করতে হচ্ছে আরো অনেক কিছু। লন্ডনের লাইফ স্টাইল হতে পারে ট্রাম্প কার্ড। পেপ গার্দিওলাকে পাওয়া তো এত সহজ না। যখন প্রতিযোগিতায় আছে ম্যানচেস্টার সিটিও। তবু চেলসি সব চেষ্টা করে দেখতে চায়। বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচকে খুব করে চাইছেন চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ।
এই বণিক কিছুতেই হাল ছাড়ার পাত্র না। ২০১২ সালে একবার চুক্তি হতে হতে বিগড়ে গিয়েছিল সব। সম্মতি প্রায় দিয়ে ফেলেও পরে উল্টো পথে হেঁটেছিলেন গার্দিওলা। খুব ক্ষেপেছিলেন আব্রামোভিচ। কিন্তু রাগ পুষে রেখে তো লাভ নেই। দুনিয়ার সেরা কোচ তার চাই। ক্লাব ফুটবলে ৪৪ বছরের গার্দিওলার চেয়ে এই মুহূর্তে আকর্ষণীয় আর কেউ তো হতে পারে না। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে যিনি জানিয়ে দিয়েছেন, ওখানে এটাই তার শেষ মৌসুম। নতুন চ্যালেঞ্জ নিতে চান।
ম্যানচেস্টার সিটি গার্দিওলাকে নিতে অনেক আগে থেকেই চেষ্টা করছে। গার্দিওলাকে টাকার অঙ্কে বিশ্বের সবচেয়ে দামী কোচ বানানোর প্রস্তাব তাদের। এরপর আর কি থাকতে পারে? চেলসি চাইছে গার্দিওলার সহকারীদের জন্যও লোভনীয় প্রস্তাব দিতে। আব্রামোভিচ হোসে মরিনহোকে কোচের পদ থেকে বরখাস্ত করার পর অন্যরকম কিছু দেখাতে চান।
কিন্তু শুধু টাকা দিয়ে ব্যবধান গড়া যাচ্ছে না বলে অন্য পথে হাটছে চেলসি। শোনা গেছে গার্দিওলার স্ত্রী ক্রিস্তিনা সেরার লন্ডনের জীবনের ওপর ঝোঁক আছে। এটা কাজে লাগাতে চায় ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। মরিনহোকে বছরে ১২ মিলিয়ন পাউন্ড দিতো চেলসি। ফুটবলে সর্বোচ্চ বেতন। গার্দিওলাকে এর চেয়েও অনেক বেশি দিতে চায় চেলসি। জানা যায়, এর মধ্যে চেলসির দলটাকে খতিয়ে দেখেছেন গার্দিওলার। তার মনে হচ্ছে এই দলে নতুন ১০ জন খেলোয়াড় দরকার। আব্রামোভিচ তার দুই স্পোর্টিং ডিরেক্টর মাইকেল ইমেনালো ও মারিনা গ্রানোভসকাইয়ার ওপর চাপ দিচ্ছেন গার্দিওলার বিষয়টি চূড়ান্ত করতে।
কিন্তু চেলসি কি শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির সাথে পারবে? এর মধ্যে শোনা যাচ্ছে যে আগামী মৌসুমে ম্যানসিটিতে যোগ দিতে সই করে ফেলেছেন গার্দিওলা। তিনি সপ্তাহ দুয়েক আগে বায়ার্ন মিউনিখকে জানিয়েছেন ক্লাব ছাড়ার কথা। আর ক্লাবটির চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগেও জানেন গার্দিওলার পরবর্তী গন্তব্য! তিনি বলেছেন, "আমি জানি সে কোথায় যাচ্ছে। কিন্তু এই ঘোষণাটা তার ও তার নতুন চাকরী স্থলের জন্য ছেড়ে দিচ্ছি। দুই সপ্তাহ আগে ক্রিসমাস পার্টিতে সে আমাকে বলেছিল যে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। তখন প্রায় ক্ষমা চাওয়ার মতো অবস্থা ছিল তার।"
বায়ার্নে সবকিছু ঠিক রেখেই চলে আসছেন গার্দিওলা। কিন্তু প্রশ্ন এখন ম্যানসিটির সাথে লড়াইয়ে জিতে গার্দিওলাকে কি পাবে চেলসি?

No comments