‘জয় গঙ্গাজলে’ প্রিয়াঙ্কার শিহরণ দেখুন
চোখে এক অদ্ভুত ক্ষমতার বিচ্ছুরণ, সঙ্গে হিম শীতল কণ্ঠস্বর, এই হল প্রকাশ ঝা-র আসন্ন ছবি ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেম’-এর প্রিয়ঙ্কা চোপড়ার চরিত্র আভা মাথুরের চারিত্রিক বৈশিষ্ট। এখানে তিনি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের ভূমিকায় অভিনয় করছেন।
এখানে জৌলুসহীন একজন কঠিন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৩৩ বছর বয়সি এই বলিউড ডিভাকে। এখানে তিনি বাঙ্কেপুর জেলার এসপি হয়েছেন। সেই জায়গায় রাজত্ব চলে দুর্নীতিপরায়ণ এক বিধায়কের, যাঁর চরিত্রে অভিনয় করেছেন মানব কৌউল।
নিজের টুইটার পেজে এই ছবির ট্রেলর প্রকাশ করেছেন অভিনেত্রী। দু মিনিট ৪৮ সেকেন্ডের এই ট্রেলরে প্রকাশ ঝাকে দেখা গিয়েছে এক দুর্নীতিপরায়ন পুলিশ অফিসারের চরিত্রে। এখানে তিনি পাল্লা দিয়ে অভিয় করেছেন প্রিয়ঙ্কার সঙ্গে। ছবিতে প্রিয়ঙ্কাকে ‘ম্যাডাম-স্যার’ হিসেবে ডাকা হয়েছে।
প্রকাশ ঝা প্রডাকশন ও প্লে এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হওয়া এই ছবি মুক্তি পাবে আগামী ৪ মার্চ, ২০১৬।
Post a Comment