মেসির ঘটনায় ক্ষমা চাইল রিভার প্লেট
রিভার প্লেটের লজ্জিত হওয়ার যথেষ্ট কারণ আছে। লিওনেল মেসি তাদেরই দেশ আর্জেন্টিনার অধিনায়ক। ফিফার চারবারের বিশ্ব বর্ষসেরা খেলোয়াড় যেকোনো হিসেবে মহৎ ক্রীড়াবিদ। সেই তার সাথেই কি না এমন ঘটনা ঘটাল রিভার প্লেটের সমর্থক! মেসির দিকে সমর্থকের থুতু মারার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।
ইযোকোহামায় বিশ্ব ক্লাব কাপের ফাইনালে রিভার প্লেটকে মেসির বার্সেলোনা দল হারায় ৩-০ গোলে। মেসি করেছিলেন একটি গোল। এরপর দল যখন শিরোপা নিয়ে দেশে ফিরছে তখন টোকিও বিমানবন্দরে ঘটে বাজে এক ঘটনা। মেসির দিকে থুতু ছোড়েন এক রিভার প্লেট সমর্থক।
এই ঘটনায় এখনো তোলপাড় ফুটবলবিশ্ব। রিভার প্লেটের প্রেসিডেন্ট রোদোলফো দি’ওনোফ্রিয়ো দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন আগেই। এবার রিভার প্লেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে ক্ষমা চাওয়া হলো, "নারিতা বিমানবন্দরে লিওনেল মেসির সাথে ওই ঘটনার জন্য রিভার প্লেট খেলোয়াড় ও বার্সেলোনার কাছে ক্ষমা চাইছে। জাপানের ক্লাব বিশ্বকাপের ফাইনালে জেতার জন্য বার্সেলোনাকে অভিনন্দন জানাচ্ছে রিভার প্লেট।"
Post a Comment