Header Ads

LightBlog

বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকদের সুবিধা বহাল থাকবে : শিক্ষামন্ত্রী

নতুন বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকদের সুযোগ-সুবিধা আগের মতোই বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজশিক্ষকরা যে সুযোগ-সুবিধা এতদিন পেয়েছেন, তা বহাল থাকবে বলে আশা করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরা যারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছিলেন, তারাও তা পাবেন এ জন্য কাজ চলছে।
এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় সরকারি কোষাগারে দিতে হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ টাকা যাতে স্বচ্ছভাবে ব্যয় হয়, এ জন্য আইনে অন্তর্ভুক্ত করা হবে। ওই টাকা সরকারি কাজে চলে আসবে কি না, সেটা আইনে বলা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

No comments