বড়দিন ও ৩১ ডিসেম্বর রাতে কঠোর নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন এবং ৩১ ডিসেম্বর রাতের যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সরকার কঠোর নিরাপত্তা গ্রহণ করবে। মন্ত্রী আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও ৩১ ডিসেম্বর রাতের নিরাপত্তাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হোসেন খান, পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নির্মল ডি রোজারিওসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও ঈদে মিলাদুন্নবী একদিনে হওয়ায় আশা করি কোনো বিড়ম্বনার সৃষ্টি হবে না। কারণ ধর্ম যার উৎসব সবার। দুটি ধর্মীয় উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে।
তিনি বলেন, বড়দিন উপলক্ষে দেশের প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের জন্য সরকারের পক্ষে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর ৩১ ডিসেম্বর রাতে রাজদানীর কূটনৈতিক পাড়াসহ বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে যানবাহন চলাচলসহ বিভিন্ন ধরনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রাত ৮টার পওে কূটনৈতিক পাড়ায় বাইরের কোনো লোককে প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ ও র্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহায়তা করবে।
মন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর রাতে প্রকাশ্যে মদ্যপান করতে দেওয়া হবে না। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা কঠোর হাতে দমন করা হবে। রাজধানীসহ সর্বত্র পুলিশ ও র্যাব সকল প্রকার নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করবে। দ্রুততম সময়ে যেকোনো দুর্ঘটনা মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।


Post a Comment