Header Ads

LightBlog

দেশে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে : জি এম কাদের

সাবেক মন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেছেন, দেশে আজ চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দমন নির্যাতনের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত। মানুষ এ অবস্থা থেকে মুক্তির পথ খুঁজছে। আজ বুধবার বিকালে রাজধানীর কাওলার বাজারে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি সমর্থক গোষ্ঠির উদ্যেগে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জি এম কাদের আরো বলেন, যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি তা আজও পূরণ হয়নি। দেশের সব ক্ষেত্রে বৈষম্য আজ প্রকট আকার ধারণ করছে। প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি ক্যান্সারের মত ছড়িয়ে পড়েছে। যা রাষ্ট্রযন্ত্রকে জনবিরোধী  করে তুলছে।
জাকির হোসেন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ।

No comments