Header Ads

LightBlog

ঢাকা মেডিক্যাল : রোগী দেখানো নিয়ে সংঘর্ষ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল ছাত্র ও নিউ পল্টন এলাকার একদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের ছাত্র তানিম তাঁর এক আত্মীয়কে চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক্স-রে কক্ষে নিয়ে যান। ওই সময় নিউ পল্টন এলাকার এক শিক্ষার্থী পরে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয় দিয়ে তানিমের আগেই এক্স-রে করাতে চান। এই নিয়ে তর্কে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ খবরে ছড়িয়ে এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

No comments