Header Ads

LightBlog

১২ বছর পর বোবার হত্যাকারীকে ১২ টুকরো করল ছেলে

প্রতিহিংসার আগুন কী ভয়ানক! বাবার খুনের ১২ বছর পর নৃশংস প্রতিশোধ নিল ছেলে। খুনিকে খুন করে ১২ টুকরো করে নদীতে ভাসিয়ে দিল লাশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
আটক আলম খান জানিয়েছেন, ১২ বছর আগে ২০০৩ সালে তাঁর বাবাকে খুন করেছিল মোহম্মদ রিয়াজ নামে ওই ব্যক্তি। তখন আলমের বয়সও ছিল ১২। তবে কাউকে বলেননি খুনির নাম। সেদিনই প্রতিশোধের প্রতিজ্ঞা করেছিলেন। অবশেষে পাওয়া যায় সু‌যোগ। মোহাম্মদ রিয়াজকে বাড়িতে মদ্যপানের জন্য ডাকেন তিনি। মদ্যপানের পর রিয়াজ বেহুঁশ হয়ে পড়লে তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আলম। তার পর হাতুড়ি ও করাত দিয়ে দেহটি ১২ টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়।
দেহাংশ ভর্তি প্লাস্টিক উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। অস্ত্রোপচারের চিহ্ন দেখে শনাক্ত করা হয় রিয়াজকে। তদন্তে পুলিশ জানতে পারে, আলমের বাড়ি ‌যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল রিয়াজ। গ্রেপ্তার করে জেরা শুরু করতেই প্রকাশ্যে আসে খুনের সত্য। আলম জানায়, ১২ বছর ধরে রিয়াজকে খুন করার সু‌যোগ খুঁজছিল সে। বাবার খুনিকে শেষ করতে পেরে সে খুব খুশি। এতদিনে তার স্বপ্ন সত্যি হলো।

No comments