সান্তা ক্লজের পাঁচ তথ্য জেনে নিন
বড়দিনের সঙ্গে সান্তা ক্লজের খুবই মজার সম্পর্ক। শিশুরা বড়দিনে সান্তা ক্লজের দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কিন্তু সান্তা কিভাবে এত প্রিয় চরিত্রে পরিণত হলো? এ বিষয়ে অনেকের অনেক মত পাওয়া যায়। যাই হোক এ লেখায় থাকছে একজন সান্তা ক্লজ বিষয়ে পাঁচটি মজার তথ্য। এ বিষয়ে এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে ডিএনএইন্ডিয়া।
১. সান্তা ক্লজের রয়েছে পৃথক পোস্ট কোড
কানাডায় সান্তা ক্লজকে চিঠি লেখা খুবই সহজ। এজন্য তার পৃথক একটি পোস্ট কোড রয়েছে। এটি হলো- H0H 0H0.
২. মিসেস ক্লজ নেই
সান্তা ক্লজ সব সময়েই ব্যাচেলর। তার কোনো স্ত্রী নেই। ১৮৪৯ সালে একটি ছোট গল্পে তার একজন গৃহকত্রীর সন্ধান পাওয়া গেছে ‘এ ক্রিসমাস লিজেন্ড’ গল্পে। তবে কখনোই তার কোনো স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি।
৩. সান্তার প্রিয় চলচ্চিত্র
প্রত্যেকেরই প্রিয় চলচ্চিত্র রয়েছে। আর এ ধারার বাইরে নয় সান্তাও। তাই জানা যায়, সান্তার প্রিয় সিনেমা হলো ‘আইস স্টেশন জেবরা।’ এটি শীতল যুদ্ধ ও গুপ্তচর টেনশন নিয়ে নির্মিত। এ বিষয়টি খুবই আশ্চর্যজনক যে, শিশুদের ভালোবাসে এমন কোনো ব্যক্তি থ্রিলার মুভি পছন্দ করে!
৪. সান্তার প্রথম চাকরি
সান্তা ক্লজ শুধু উপহারই দেন না। তিনি আরো অনেক কাজ করেন। তার একটি চাকরি রয়েছে বলে জানা যায়। প্রথম চাকরিটিতে তিনি মেইল রুমে বসে চিঠিপত্র বাছাই করেন। আর এ থেকেই তিনি পরবর্তীতৈ শিশুদের উপহার দেওয়া শুরু করেন।
৫. সান্তা একজন কানাডিয়ান
অনেকেরই ধারণা সান্তা উত্তর মেরু থেকে আসেন। যদিও কানাডার ইমিগ্রেশন ও মাল্টিকালচারিজম মন্ত্রী ২০০৮ সালে ঘোষণা করেন সান্তা ক্লজ কানাডিয়ান নাগরিক।
Post a Comment