Header Ads

LightBlog

লিবিয়ায় পুলিশ ফোর্স গঠন করেছে আইএস

সিরিয়া নয় শুধু। এবার চাই লিবিয়াও। নিজেদের রাষ্ট্র গঠন করে, সেখানেই থাকতে চায় আইসিস জঙ্গিরা। আর সেই কারণে নিজেদের পুলিশ ফোর্স গঠন করে, তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে আইসিস। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ করে, চমকে দিয়েছে ওই জঙ্গি গোষ্ঠী।
ভিডিওতে দেখা গেছে, লিবিয়ার সিরতে শহরে পাহারাদারি শুরু করেছে আইসিস। পুলিশের মতো করে লাল, নীল সাইরেন বাজিয়ে রাস্তায় নজরদারি করছে আইসিস জঙ্গিরা। নাম দিয়েছে আইসিস 'পুলিশ ফোর্স।' অর্থাত, নিজেদের রাষ্ট্র গঠন করলে কীভাবে কাজ করবে আইসিস পুলিশ, সে বিষয়ে জানান দিতেই প্রকাশ করা হয়েছে ওই ভিডিও। শুধু তাই নয়, পুলিশের মতো নয়, নিজেদের মত করেই আইসিস পুলিশের পোশাকও তৈরি করে নিয়েছে ওই জঙ্গি গোষ্ঠী।
পশ্চিমী দেশ যাতে আর আইসিসের কাজ কর্মের ওপর দখলদারি করতে না পারে, তার জন্যই ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল।

No comments