আমার সত্যিই এবার অবসর নেওয়া উচিত : অভিতাভ বচ্চন
ভক্তদের মন ভেঙে টুকরো টুকরো করে দিলেন বলিউডের শাহেনশাহ। ৭৩ বছর বয়সেও যিনি চির নবীন, সিনেমা জগতে হাফ সেঞ্চুরি পূরণের পরও যিনি অন্য যে কোনও নায়কের থেকে অনেক বেশি হ্যান্ডসাম, এই বয়সেও যাঁর সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করতে চান না ভক্তরা, সেই অমিতাভ বচ্চন হঠাত্ই তাঁর অনুরাগীদের শোনালেন সেই খারাপ খবর। যা তাঁর কাছ থেকে কোনওদিন শুনতে চাননি ভক্তরা। রোগভোগে কাবু বড়ে মিঞার ঘোষণা, অনেক হয়েছে, এবার তিনি অবসর নিতে চান।
সম্প্রতি পিকুতে তাঁর বলিষ্ঠ অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। হালফিলে Te3n-এর শ্যুটিং-এ মোটরবাইক চালিয়ে তাঁর ঝুঁকিপূর্ণ স্টান্ট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে নবীন প্রজন্মের নায়কদের। এ হেন বিগ বি-ই কি না অবসর নিতে চাইছেন! নিজের সাম্প্রতিক ব্লগে বড়ে মিঞা যা লিখেছেন, তা বোধকরি কোনওদিন তাঁর মুখ থেকে শুনতে চান না দেশবাসী। তিনি লিখেছেন, 'আমি রয়েছি...আমি রয়েছি এমন এক অবস্থায়...আমি রয়েছি একটা হ্যালুসিনেশনের মধ্যে...জীবনের শেষ প্রান্তে এক অভিশাপের মুখে দাঁড়িয়ে...জ্বর, সংক্রমণ ও কড়া কড়া ট্যাবলেট, যেগুলি মানুষকে ভবিষ্যতের কোনও সমস্যার থেকে দূরে রাখে, সেই অভিশাপের মুখে...ভগবান খুব সামনে...আর কেউ এত কাছে নেই...আমি অনেকের সঙ্গে কথা বলি কিন্তু খুব কম শব্দ খরচ করে...আমার সত্যিই এবার অবসর নেওয়া উচিত।'
বিগ বি-র পোস্ট করা এই ব্লগে ছত্রে ছত্রে ধরা পড়েছে অভিনেতার হতাশার কথা। রোগবালাই, ওষুধপত্রে জর্জরিত বলিউডের সরকার লিখেছেন, 'শরীর ও শিরা-উপশিরা দিয়ে যে ঠাণ্ডার স্রোত বইছে তা থেকে একটু স্বস্তি পেতে ওষুধে আচ্ছন্ন হয়ে রয়েছি...ওইগুলোর অদ্ভূত লক্ষণ...ওগুলোকে প্রয়োগ করা হয়, তারপর তারা মুহূর্তে দ্রুত গতিবেগে ছড়িয়ে পড়ে এবং ধ্বংসলীলা শুরু করে...ওষুধ শুধু শরীরের জন্য নির্ণায়ক ভূমিকা নিতে পারে, কিন্তু রোগ সারিয়ে তুলতে পারে না...কে জানে আর কেই বা কেয়ার করে...কেউ করে না...শুধু রোগীর শরীর করে...অন্ধকারে একা কর্কশ গলা আর বন্ধ নাসারন্ধ্র নিয়ে।'
তবে, বিগ বি অভয় দিয়ে বলেছেন, 'ভয় পাবেন না ভাই ও বোনেরা...যত্ন ও সহযোগিতা চলছে...আগামীকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে...অথবা ওরা বলছে...ওরা? হ্যাঁ, ওরা...ওরা ওষুধ দিয়েছে সারিয়ে তোলার...মুখের চেহারা একটু ভালো করার ওষুধ...আরাম পাওয়ার ওষুধ যা শয়তান ভাইরাস যারা অজান্তেই পায়ে পায়ে এসে শরীরে বাসা বেঁধেছে, তাদের হত্যা করবে।'
Post a Comment