Header Ads

LightBlog

মাঠে ময়দানে এবার রোবার্ট সংবাদকর্মী

 
ক্যামেরা, বুম হাতে দৌড়ঝাঁপ, খবর সংগ্রহে হাজির এবার রোবট রিপোর্টার। হাজির লাইভ শোতেও। রোবট রিপোর্টারকে কাজে লাগাচ্ছে সাংহাই ড্রাগন টিভি। আপাতত ওয়েদার রিপোর্টার হিসেবে কাজ করবে রোবট রিপোর্টার জ়িয়াওলস। মঙ্গলবার লাইভ ব্রেকফাস্ট শোয়ের আগে বেজায় খুশি জ়িয়াওলস। নিজে জানালও সে কথা।
কাজের প্রথম দু’দিন পারফরম্যান্সেও সকলের মন জয় করে নিয়েছে রোবটটি। গলার স্বরের মাধুর্য ও বড় খবরের উপর তাঁর মতামত, বিশ্লেষণে খুশি চ্যানেলও।

তবে তার এই কাজে অশনিসংকেত দেখছেন সাংবাদিকরা। ভবিষ্যতে রোবটই যদি সব কাজ করে দেয়, তাহলে তাঁদের রুটিরুজিতে টান পড়বে যে, আশঙ্কা সাংবাদিকদের। জিয়াওলসের উদ্ভাবক মাইক্রোসফট। 

No comments